Home » মেহেরপুর-১ আসনে বিএনপির দুই নেতার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মেহেরপুর-১ আসনে বিএনপির দুই নেতার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 30 ভিউ
Print Friendly, PDF & Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই প্রভাবশালী নেতার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে একটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের পক্ষে এবং অপরটি উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পক্ষে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে তাঁদের প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করে।
অ্যাডভোকেট কামরুল হাসানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রার্থী তালিকায় এ আসনে মাসুদ অরুণের নাম থাকলেও স্থানীয় পর্যায়ে একাধিক নেতা মনোনয়নপত্র উত্তোলন করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.