Home » মেহেরপুর সীমান্তে ৩ কেজি গাঁজাসহ আটক-৩

মেহেরপুর সীমান্তে ৩ কেজি গাঁজাসহ আটক-৩

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 67 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৪০), তার স্ত্রী আনেরা বেগম (৩২) এবং খাসমহল গ্রামের হকমান আলীর ছেলে লোকমান আলী (৩৫)।

শনিবার সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান ভোর সাড়ে ৪টার দিকে রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/৬-এস হতে প্রায় ২৫০ গজ ভেতরে খাসমহল নামক স্থানে নম্বর-৬৭৫৮০ হাবিলদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় ৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ তাদের আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও ভ্যানের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০০ টাকা। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.