জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি কলেজের তৃতীয় বর্ষের সম্মান শিক্ষার্থী মোঃ নাফিউল ইসলাম অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তব্য (একক) ও তাৎক্ষণিক অভিনয়—এই তিনটি বিভাগে মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নাফিউল ইসলাম নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তব্যে প্রথম স্থান অর্জন করেছেন, একই সঙ্গে তাৎক্ষণিক অভিনয় বিভাগেও জেলা পর্যায়ে সেরা হয়েছেন। এর আগে তিনি মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এই তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।
মোহাম্মদ নাফিউল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ ফয়েজ শেখের পুত্র। এই সাফল্যের মাধ্যমে তিনি শিক্ষার্থী ও কলেজের জন্য গৌরবের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পূর্ববর্তী পোস্ট

