Home » মেহেরপুর র‌্যাবের অভিযানে ৪.৩৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর র‌্যাবের অভিযানে ৪.৩৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 27 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ৪.৩৫০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩, গাংনী কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় মৃত মুহাম্মদ বিশ্বাসের ছেলে সহিদ বিশ্বাস (৬৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪.৩৫০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সহিদ বিশ্বাস স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল নাগরিককে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.