মেহেরপুরের কুতুবপুর কাথুলি গ্রামে ভৈরব নদীতে গোসল করার সময় মাহিমিনুর রহমান বিজয় (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কাথুলি ও শুভরাজপুর গ্রামের মাঝে ভৈরব নদীতে বিজয় নিখোঁজ হয়।
নিখোঁজ বিজয় আর এস এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বিজয় কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদীতে গোসল করতে যায়। বিজয় সাতার জানত না এবং নদীর পাড়ের অল্প পানিতে খেলছিল। হঠাৎ নদীর পাড় ভেঙে গেলে স্রোতের টানে সে গভীর পানিতে চলে যায়।
বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। তবে বৃহস্পতিবার রাত ৮টা ৩০পর্যন্ত বিজয়কে পাওয়া যায়নি। স্থানীয়রা এবং পরিবার উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।