আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার শেখপাড়া ৪ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুনের পক্ষে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আছর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়েছে। শেখপাড়ার ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলটি পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিফ খান, সহ-সভাপতি রিপন খান, সদস্য মিনারুল ইসলাম, পৌর বিএনপি নেতা মনি, জেলা যুবদলের সহ-সভাপতি এস.এ খান শিল্টু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালমা খাতুন, সাবেক সভাপতি শামসুল শেখ, সাবেক সাধারণ সম্পাদক হাজী ফজলু খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি পলাশ খান পুলক, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কালু, সাবেক কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, বিএনপি নেতা খোকন খানসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ সারা বাংলার আপামর জনতার প্রতীক। ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই দেশের প্রকৃত মুক্তি সম্ভব। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেন।

