Home » মেহেরপুর জেলা বিএনপির শোক মিছিল ও শ্রদ্ধাঞ্জলি

মেহেরপুর জেলা বিএনপির শোক মিছিল ও শ্রদ্ধাঞ্জলি

কর্তৃক Shariar Imran Mati
নিজস্ব প্রতিবেদক 29 ভিউ
Print Friendly, PDF & Email

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কাথুলী মোড় থেকে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাবেদ মাসুদ মিল্টন বলেন, আমাদের জাতীয় জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।একুশ মানে মাথানত না করা। দীর্ঘ ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই দিনটি আমরা পেয়েছি, তাই শান্তিপূর্ণভাবে আজ আমরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদান করতে পেরেছি। এখনো বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পেতাত্তারা বিদায় নেয়নি। বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা কখনো মাথা নত করে নাই, যতই ষড়যন্ত্র আসুক না কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা কখনোই মাথানত করবে না, সমস্ত ষড়যন্ত্রের জালকে বিচ্ছিন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন,সদস্য সচিব এ্যাড কামরুল হাসান,যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম,অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু, আনছারুল হক, আব্দুল্লাহ, হাফিজুর রহমান হাপি, জাকির হোসেন, ওমর ফারুক লিটন, মশিউর রহমান, রোমানা আহমেদ, আখেরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ,জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা,  আব্দুল লতিফ, মোশিউল আলম দ্বীপু, নাহিদ আহমেদ, হাফিজুর রহমান, সৌরভ, জনি সহ জেলা বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.