মেহেরপুর
মেহেরপুর আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ই এপ্রিল) বিকেল ৫টায় মেহেরপুর শহরের বিআরটিসি কাউন্টার সংলগ্ন আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেহেরপুর আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি, গতকাল সকাল ১১টার দিকে কিছু সাধারণ মালিককে একত্রিত করে একটি অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। লোকাল বাস দুর্ঘটনার ক্ষতিপূরণের জন্য কল্যাণ তহবিল গঠনের কথা বলে মূলত মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে। এই উদ্যোগ সমিতির গঠনতন্ত্র পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং সমিতি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে সমিতির কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।