Home » মেহেরপুর অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেফতার তিন

মেহেরপুর অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেফতার তিন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 37 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের অনলাইন জুয়াড়ি মোঃ দেলোয়ার হোসেন দিপু ও সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ দেলোয়ার হোসেন দিপু (৪০), পিতা- মোঃ বিল্লাল হোসেন, সাং- টঙ্গী গোপালপুর, ওয়ার্ড নং- ০৩, ইউনিয়ন-মহাজনপুর, থানা- মুজিবনগর, জেলা- মেহেরপুর; ২। মোঃ সুমন আলী (৩৮), পিতা- মোঃ রেজাউল খন্দকার, মাতা-মোছাঃ আনেছা খাতুন, গ্রাম-পিরোজপুর, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর ও ৩। মোঃ সাকিবুল ইসলাম (২৩), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা- মোছাঃ উনজেলা খাতুন, সাং- গোপালপুর (মাঝপাড়া), ওয়ার্ড নং-০৩, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর।

সোমবার (৩ নভেম্বর, ২০২৫ খ্রি.) বিকাল ০৪:৫০ ঘটিকায় মুজিবনগর থানাধীন মেহেরপুর সদর টু আটকবরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রামের সহজ-সরল বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করার কথা স্বীকার করেছে। তারা নিজেরাও দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে এবং জুয়া খেলায় আসক্ত।

গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা এবং মোঃ সুমন আলীর বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীণ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা রুজু প্রক্রিয়াধীন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.