আজ বৃহস্পতিবার জেলা তথ্য অফিস মেহেরপুরের উদ্যোগে মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় স্থানীয় জনগণের সঙ্গে ভোট আলাপ করা হয় এবং গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়, যাতে গণভোট ও নির্বাচনের বিভিন্ন দিক সহজভাবে তুলে ধরা হয়।
প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ ভোটারদের সচেতনতা বাড়াতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্ববর্তী পোস্ট

