Home » মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম!

মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম!

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 48 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে টিআর ও কাবিখার বরাদ্দ বণ্টন নিয়ে আলোচনার সময় দুই ইউপি সদস্যের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে এক মেম্বর অপর মেম্বারের ঘুষিতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার(১২অক্টোবর) দুপুরে। স্থানীয় সূত্র ও পরিষদের একাধিক সদস্য জানান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বর আব্দুর রকিব এবং ৭নং ওয়ার্ড মেম্বর ওমর ফারুকের মধ্যে বণ্টন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে হঠাৎ ওমর ফারুক তার সহকর্মী মেম্বর আব্দুর রকিবের মুখে ঘুষি মারেন। এতে আব্দুর রকিবের নাক ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিকভাবে আহত মেম্বরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত মেম্বর ওমর ফারুক ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, পরিষদের সভায় প্রকাশ্যে এমন মারামারির ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

এদিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.