Home » মুজিবনগরে ইতালির তৈরি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

মুজিবনগরে ইতালির তৈরি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

কর্তৃক Shariar Imran Mati
মুজিবনগর প্রতিনিধি 39 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রাম থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর একটি অভিযানী দল।

আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি নাইন এমএম ইতালিয়ান তৈরি বিদেশি পিস্তল।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৬) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৭)।

যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করে।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। আটককৃত তিনজনকে নিয়ে আজ (বুধবার) ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।

উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরী বলে জানা গেছে।

আটক তিন জনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলো জানিয়েছে পুলিশ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.