Home » মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 33 ভিউ
Print Friendly, PDF & Email

চলতি আগস্ট  মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সকে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সকল নাগরিককে মানসম্মত পুলিশিং সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আগস্ট মাসে মাদকদ্রব্য উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল, আসামী গ্রেফতারসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি আলোচনা করা হয়। এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.