Home » মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি — ঢামেক পরিচালক

মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি — ঢামেক পরিচালক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 25 ভিউ
Print Friendly, PDF & Email

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে জীবনুমৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। মাথায় আটকে থাকা বুলেট এখনও অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থাকে “অত্যন্ত সংকটাপন্ন” বলে বিবেচনা করা হচ্ছে।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন, “গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির অবস্থা ক্রিটিক্যাল। মাথার ভেতরেই বুলেটটি রয়েছে।” হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে জরুরি বিভাগে আনার পর থেকেই পরিস্থিতি শোচনীয় ছিল। দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শকে চলে যাওয়ায় দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল হলেও সামগ্রিক অবস্থা গুরুতরই রয়ে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকেরা সব ধরনের ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছেন। জুমার নামাজের পর দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা সশস্ত্র হামলাকারীরা হাদির ওপর গুলি চালায়। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সেদসময় নির্বাচনী প্রচারণায় ছিলেন। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “তিনটি মোটরসাইকেলে আসা হামলাকারীরা গুলি করে পালিয়ে যায়।” হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে ভিড় করতে থাকেন তাঁর সমর্থকরা। জরুরি বিভাগের সামনেও কৌতূহলী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সমর্থকদের দাবি, গত নভেম্বর মাসে দেশি- বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হাদি হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ঢামেকের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.