মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চর গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।