Home » বিসিবি নির্বাচনে জয়ী হলেন যারা

বিসিবি নির্বাচনে জয়ী হলেন যারা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 56 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩টি ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। যদিও বিসিবি নির্বাচন ঘিরে আগে থেকেই নাটকীয় ছিল। বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে নির্বাচন ঘিরে। অবশেষে আজ সোমবার সকালে শুরু হয় ভোগগ্রহণ। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা হয়।

নির্বাচিতদের তালিকা: এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন- চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর। খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান। ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল। বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন। সিলেট বিভাগ- রাহাত শামস। রাজশাহী- মোখলেসুর রহমান। রংপুর- হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন-খালেদ মাসুদ পাইলট।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.