নিজস্ব প্রতিবেদক
৪দফা দাবি বাস্তবায়নে সারা দেশের ন্যায় মেহেরপুরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা কার্যক্রম বন্ধ করে কর্ম বিরতি পালন করছে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো।গতকাল সোমবার সকাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়গুলোতে দেখা যায় শিক্ষকরা কর্মবিরতি পালন করা ফলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্কুলে গিয়ে দেখি পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকরা ধর্মঘটে থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে না। হঠাৎ এমন পরিস্থিতিতে হতাশ শিক্ষার্থীরা। অভিভাবকরা শিক্ষকদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরাই সব চেয়ে বেশি ভূমিকা রাখে। কিন্তু সেই শিক্ষকরাই বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তারা ৩০ নভেম্বর পর্যন্ত সরকারের কাছে সময় বেঁধে দিয়েছিলেন। দাবি না মানায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরু করেছেন। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাকি পরীক্ষা নেওয়া হবে না।
পূর্ববর্তী পোস্ট

