বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামের প্রধান প্রধান সড়ক, দোকানপাট ও জনবহুল এলাকায় এই গণসংযোগ পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের দলীয় প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, বারাদী ইউনিয়ন আমির মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তারা জনগণের কাছে দলের ভিশন তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। এ ধরনের গণসংযোগের মাধ্যমে জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনে তাদের নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

