ভারত সরকার কর্তৃক অবৈধ বাঁধ দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম ইসলাম, ইমতিয়াজ হোসেন, জাইম আল হাসান, ইবনে আন নাফিজ কৌশিক সহ আরও অনেকে।