Home » বন্ধুদের কোপে জখম যুবক, রাজশাহী মেডিকেলে রেফার

বন্ধুদের কোপে জখম যুবক, রাজশাহী মেডিকেলে রেফার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 27 ভিউ
Print Friendly, PDF & Email

বাড়ি থেকে ডেকে নিয়ে হোটেলে একসঙ্গে খাওয়া-দাওয়ার পর মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে আলবাব খান (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে তারই বন্ধুরা। বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর সড়কে এ ঘটনা ঘটে। আহত আলবাব মেহেরপুর শহরের শেখপাড়ার আলিফ খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আলবাব এর বন্ধু ক্যাশবপাড়ার রাজুর ছেলে সাদিক, মুখার্জি পাড়ার রাতুল ও রোহান শেখপাড়ার আলবাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে য়ায়। এরপর তারা শহরের একটি হোটেলে একসঙ্গে খাবার খান। পরে তারা মোটরসাইকেলযোগে গোভীপুরের উদ্দেশে রওনা দেন।গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল চলন্ত অবস্থায় আলবাবের পেছনে বসে থাকা স সাদিক হঠাৎ ড্যাগার দিয়ে আলবাবের ওপর উপর্যুপরি কোপ মারতে থাকে। এতে আলবাবের হাত, পেট ও বুকে গুরুতর জখম হয়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
ঘটনার পেছনে পূর্ব বিরোধের সূত্র রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সেনাবাহিনীর সদস্যরা সাদিক, রাজুসহ কয়েকজনকে আটক করেছিলেন। ওই ঘটনায় আলবাব সেনাবাহিনীকে তথ্য দিয়েছিল এমন সন্দেহে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে স্থানীয়রা মনে করে।
চিকিৎসকরা জানান, আলবাবের শরীরে শতাধিক সেলাই পড়েছে, তার অবস্থা আশংকা জনক।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.