মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো: ফারদিন হোসেন কাব স্কাউটের সর্বোচ্চ সম্মানজনক “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। এ বছর মেহেরপুর জেলার মধ্যে একমাত্র কাব স্কাউট হিসেবে এই প্রতিযোগিতায় তার নাম এসেছে।
ফারদিন হোসেনের পূর্ব অর্জনের মধ্যে রয়েছে—২০২৪ সালে খুলনা বিভাগের তৃতীয় সেরা কাব স্কাউট নির্বাচিত হওয়া। ২০২৫ সালে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মেহেরপুর জেলার মধ্যে একক অভিনয় এবং উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জনের পর খুলনা বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। ফারদিন হোসেন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফারুক হোসেনের সন্তান।
পূর্ববর্তী পোস্ট