মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২১ ডিসেম্বর ফোন পেয়ে অভিনেত্রীর নিউ জার্সির বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমানিকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রের খবর, ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরেই জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইমানি ও জর্ডন একে অন্যকে চিনতেন। ইমানির তিন বছরের এক সন্তান রয়েছে। ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।
পূর্ববর্তী পোস্ট

