নরমাল ডেলিভারিকে উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতকের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান এবং জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতকের জন্ম নিবন্ধন সনদ দেওয়া হচ্ছে।
আজ রবিবার (২০ অক্টোবর ২০২৫) এই উদ্যোগের প্রথম দিনে মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মোছাঃ সান্তনা খাতুন (স্বামী: মোহাঃ রাসেল শেখ), নতুনপাড়া, মেহেরপুর পৌরসভা নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মা ও নবজাতক সারাহ বিনতে রাসেল-এর জন্য শুভেচ্ছা উপহার এবং জন্ম নিবন্ধন সনদ তুলে দেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মা ও নবজাতক উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং সরকারি সেবার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়।”
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন।