Home » দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি- জামাই আটক

দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি- জামাই আটক

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 233 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ  শাশুড়ি-জামাইকে  যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার মাদক স্পষ্ট  মোহাম্মদপুর এলাকায় এক অভিযান চালায়। এসময় মাদক কারবারী আরিফ হোসেনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ওই বাড়ি থেকে ২৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ  আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন (৪০) ও জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা(৩০)কে আটক করে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.