Home » দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর কাজের অগ্রগতি তদন্তে সেনা দল

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর কাজের অগ্রগতি তদন্তে সেনা দল

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 24 ভিউ
Print Friendly, PDF & Email

দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকা দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর আধুনিকায়ন প্রকল্প আজ ১৩ বছর পার হলেও এখনও সম্পূর্ণ হয়নি।প্রায় ১০২ কোটি ২১ লাখ টাকার প্রকল্পের অগ্রগতি যাচাই করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ সদস্যের একটি বিশেষ দল সম্প্রতি প্রকল্প পরিদর্শন করেছেন। প্রকল্পটি ২০১২ সালে ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড’ নামে অনুমোদন দেওয়া হয়। প্রথমে দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার পরিকল্পনা থাকলেও, বিভিন্ন কারণে কাজ দীর্ঘায়িত হয়। এর ফলে ভারতীয় প্রকৌশলীসহ ২২ জন কর্মকর্তা এখনও ডলারে বেতন পাচ্ছেন। প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ২০১২ সালের ২০ এপ্রিল। শুরুতে মোট খরচ ধরা হয়েছিল ৪৬ কোটি ৫৭ লাখ টাকা, কিন্তু বারবার সময় বৃদ্ধি ও সংশোধনের ফলে খরচ ১০২ কোটি ২১ লাখ টাকায় পৌঁছেছে। এ পর্যন্ত প্রকল্পে খরচ হয়েছে ৮০ কোটি টাকা, আর্থিক অগ্রগতি ৭৮.৩২%। প্রকল্পের আওতায় স্থাপিত যন্ত্রপাতি ১৫-১৬ মার্চ কেবল ওয়াটার ট্রায়াল সম্পন্ন করেছে। আখ মাড়াই ও চিনি উৎপাদনের জন্য কার্যকারিতা বর্তমানে ৫০%। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)। শিল্প মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের পরামর্শে ২০২৬ সালের জুনে সম্পূর্ণ কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত, মেজর জেনারেল নাহিদ আজগার, ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল আলামিন হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর ২৯ সদস্যের দল প্রকল্প পরিদর্শন করেন। কেরু এ্যান্ড কোম্পানির আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি আধুনিকীকরণ হবে।প্রসেস লস কমে উৎপাদন বৃদ্ধি পাবে। স্থানীয় কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।সরকারের পর্যবেক্ষণে ট্রায়াল রান সম্পন্ন করে কার্যকারিতা নিশ্চিত করা হবে। কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানিয়েছেন, “কাজ এখনও পুরোপুরি বোঝা যায়নি। যথাযথ তথ্য পেলে আমরা তা মূল্যায়ন করব।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.