জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মীর আরশাদুল হক এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবেও তিনি আর নির্বাচন করছেন না। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, গত ১০ মাসের অভিজ্ঞতায় তা বাস্তবায়নে দলটি ও নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দলের বড় অংশ ভুল পথে পরিচালিত হচ্ছে এবং সেই পথে চলা তার পক্ষে সম্ভব নয়। মীর আরশাদুল হক আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর একটি শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে এত আত্মত্যাগের পরও তিনি সেই বাংলাদেশ দেখতে পাননি, যার দায় এনসিপিও এড়াতে পারে না। ফেসবুক পোস্টে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি, ধর্মকে ব্যবহার করে বিভাজন এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরির প্রবণতা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই সবচেয়ে জরুরি। তিনি জানান, বর্তমান বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই। তার মতে, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তারেক রহমানের স্পষ্ট ও বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাকে আশাবাদী করেছে। এ কারণেই তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট

