Home » তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে ফেরার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারেক রহমান ভোটার হবেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি এখনো ভোটার তালিকাভুক্ত নন। তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দলীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজিু২০২০ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন ত্যাগ করে ২৫ ডিসেম্বর দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা আয়োজনের অনুমতি পেয়েছে বিএনপি। দলনেতার নিরাপত্তা ও অবস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.