Home » ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি জমা দেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, “ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।” তিনি ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। এছাড়া, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-১৫ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন পর্যন্ত ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে মোট ২১ জন মনোনয়নপত্র নিয়েছেন। ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী মূল প্রার্থীদের মধ্যে আছেন—ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল (সিপিবি), মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ, মো. শফিকুল ইসলাম খান (বিএনপি), আলমগীর ফেরদৌস (এনসিপি), এস এম ফজলুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম) এবং ডা. শফিকুর রহমান।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.