ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি রবিবার (১৯ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পলাতক আসামি সেলিম এবং বাবু দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং বাবু একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
আদালতের রায় অনুযায়ী, একটি ডাকাতি মামলায় তাদের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিদ্বয় পলাতক ছিলেন। পরে তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।