Home » চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধ*র্ষ*ণ মামলায় খাইরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধ*র্ষ*ণ মামলায় খাইরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 46 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় খাইরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিলো ওই স্কুলছাত্রী। এসময় বিয়ের মিথ্যা প্রলোভনে খাইরুল তাকে একটি ইজিবাইকে তুলে নেয়। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

পরদিন ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.