Home » চুয়াডাঙ্গায় সাপের কামড়ে চিকিৎসারত  দু’ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে চিকিৎসারত  দু’ যুবকের মৃত্যু

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 260 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দু’ যুবকের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে শ্রী  দেবাশীষ পাল (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন মিয়া (১৬) মারা গেছে। এছাড়া  হাসপাতালে কনিকা (১৭) ও ইভা (২১) নামের আরো দু’জন নারী সাপের কামড়ে খেয়ে  চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও স্বজনরা জানায়, আগের রাতে দেবাশিষ ও রাজনকে সাপে কামড় দিলে  বৃহস্পতিবার সকালে তাদের দুইজনকে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপে কামড়ানো রোগী হাসপাতালে আসার পরই ভ্যাকসিন দেয়া হয়। কিন্তু তারা দুজনই মারা যান।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.