Home » চুয়াডাঙ্গায় রাজ্জাক হত্যা মামলার আসামি গ্রেপ্তার,

চুয়াডাঙ্গায় রাজ্জাক হত্যা মামলার আসামি গ্রেপ্তার,

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 57 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় প্রবাসী দুপুত্রের পিতা ও  রাজ্জাক কবিরাজ  হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামি রুবেল মিয়া ও সহযোগী সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার  দুপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও মো. আনিসের ছেলে সোহেল রানা (২০)। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের স্মরণাপন্ন হয়। গত ৩১ মে সন্ধ্যায় ভিকটিম আব্দুর রাজ্জাক জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামি রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজের সন্নিকটে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পরে আসামি রুবেল ফিরে এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে আসামির স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। পরে রুবেল বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নাকাটির একপর্যায়ে স্বীকার করে ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে তার সম্ভ্রমহানি করেছে। একথা শোনামাত্র একই দিন রাতে  রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ভিকটিম আব্দুর রাজ্জাককে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে দেয়। ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরতলার ভান্ডারদহ  মাঠে সুবদিয়া গ্রামের কবিরাজ আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.