চুয়াডাঙ্গায় তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে জেলা তথ্য অফিসের আয়োজনে সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুধু বয়স কম হলেই কেউ তরুণ হয় না; বরং কাজে ও মননে তরুণত্ব থাকতে হবে। তিনি বলেন, উন্নত রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান ও চীনের মতো দেশ দক্ষ জনশক্তি ব্যবহার করে স্বনির্ভর হয়েছে।
অনুষ্ঠানে সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ওয়ারিয়র্স অফ জুলাইয়ের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা, সাংবাদিক শাহ আলম সনি, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

