Home » চুয়াডাঙ্গা পৌর শহরের দুই ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর শহরের দুই ফার্মেসিকে জরিমানা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 154 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গায় ওষুধ প্রশাসনের অভিযানে দুই ফার্মেসিকে ৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৪টা থেকে ৫টা পর্যন্ত পৌর শহরের সিনামা হলপাড়া ও মুক্তিপাড়ার বিভিন্ন ফার্মেসিতে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা শাখার ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিনা।
অভিযান সূত্রে জানা যায়, নকল, ভেজাল, অনিবন্ধিত (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন। অভিযানে সালেহীন ফার্মেসি ও রোকেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ) ধারার লঙ্ঘনের অভিযোগে সালেহীন ফার্মেসিকে ২ হাজার ও রোকেয়া ফার্মেসিকে ১ হাজার ৫’শ টাকাসহ ৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়।
জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে গুণগতমানহীন ওষুধের প্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.