Home » গাংনীতে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

গাংনীতে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 60 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বুধবার দিবাগত মধ্যে রাতে জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালিক শহিদুল খাঁন জানান, ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের ফিউজ নামিয়ে আমার ১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। কৃষক নান্নু খান জানান, অনেক কষ্ট করে একটি বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন করেছিলাম ।

রাতের আঁধারে চোরের দল আমার সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে চাষিদের চাষ কাজে অনেক অসুবিধা সৃষ্টি হবে।

এলাকাবাসিরা জানান, প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকার মাঠে ট্রান্সফরমার চুরি হচ্ছে। কোনো ব্যবস্থা গ্রহণ করে না বিদ্যুত বিভাগের লোকজন। মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির গাংনীর বামন্দী জােনাল অফিসের এজিএম হানিফ রেজা জানান, অভিজ্ঞতা সম্পন্ন লোকবল ছাড়া ১১হাজার ভোল্টের ফিউজ খোলা সম্ভব না। যারা চুরি করেছে তারা পল্লি বিদ্যুতের লোকবলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.