Home » গাংনীতে ভারতীয় চকলেট বাজিসহ আটক-১

গাংনীতে ভারতীয় চকলেট বাজিসহ আটক-১

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে ৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার পিস ভারতীয় চকলেট বাজিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতের নাম মোঃ ইয়াসিন আলী (৪০)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবাদালপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় ০৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ধর্মদাহ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৭/৭-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া বাজার এলাকায় ইয়াসিন আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২৩ হাজার পিস চকলেট বাজি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৫ হাজার টাকা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.