“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর), বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনার স্থানে এসে শেষ হয়।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক রফিক উল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. গাজী রহমান।
এসময় তিনারা মানবাধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীনের সঞ্চালনায় এসময় মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদসহ বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যেটি গাংনী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন গাংনী উপজেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, শরিফউদ্দিন বাবল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি বাঁকা বিল্লাহ।
প্রধান আলোচক হিসেবে ছিলেন, সাহারবাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী (ভুট্রো) ও ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।
ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন, সহ-সভাপতি কামাল হোসেন খাঁন, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম, দৈনিক আমাদের সূর্যোদয়ের মাহাবুল ইসলাম ও জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদসহ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।