Home » গাংনীতে বিএনপির পরিচিতি সভা

নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশায়

গাংনীতে বিএনপির পরিচিতি সভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা হয়ে উঠেছিলো দলীয় নেতাকর্মীদের প্রাণের মিলনমেলা। রবিবার সকাল ১১টায় গাংনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সভাকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকা। পরিচিতি সভাকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, যিনি অনুষ্ঠানে গাংনী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন এবং নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, রোমানা আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান সাতু, ইলিয়াস হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। নতুন নেতৃত্ব গাংনীতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.