মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মফিজুর রহমান বাচ্চুর দাফন সম্পন্ন। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মাইলমারী জান্নাতুল মাওয়াতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের জানান, এর আগেও তিনি দু’বার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সেবার চিকিৎসায় সুস্থ হয়ে ফিরলেও এবার আর শেষ রক্ষা হয়নি। অসুস্থতার সময় হাসপাতালে নেওয়ার আগেই তিনি স্বজনদের সঙ্গে কথা বলে সবার কাছে বিদায় নেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
মফিজুর রহমান বাচ্চু ছিলেন এলাকায় সুপরিচিত ও জনপ্রিয় একজন সমাজসেবক। দীর্ঘদিন তিনি স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী একজন সজ্জন ও নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়ে গভীর বেদনায় আচ্ছন্ন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

