মেহেরপুরের গাংনীতে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়।
মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গাংনী পৌর জামায়াতের আমীর আহসান হাবীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা শেরপুরে সংঘটিত হত্যাকান্ডকে নিন্দা জানিয়ে বলেন, বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যাকান্ড দেশের শান্তি ও আইনশৃঙ্খলার জন্য বড়ো একটি হুমকি।
বক্তারা আরও বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার পরামর্শ দেন।
সমাবেশে নেতারা রাজনৈতিক সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালনের ওপর জোর দেন। পাশাপাশি তারা দাবি করেন, দেশের জনগণ যেন কোনো রাজনৈতিক সহিংসতার শিকার না হন এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করতে পারেন।

