মেহেরপুরের গাংনীতে নকশা অনুযায়ী গোল চত্ত্বর নির্মান ও বাজারের রাস্তা সংস্কারে নির্মান কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী ও সাধারণ জনতা।
সোমবার দুপুর ১২ টায় গাংনী বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে বাজারে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয় এবং সকলে একত্রিত হয়ে একটি র্যালির মধ্য দিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে।