মেহেরপুরের গাংনী উপজেলায় কাথুলী ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নেতার নাম বজলুর রহমান। তিনি গাড়াবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে এবং কাথুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকায় তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলা পুলিশ ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যার দিকে গাড়াবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বজলুর রহমানকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গাংনী থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বজলুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

