Home » গাংনীতে আপন ভাইয়ের হামলায় আহত, বাড়িঘর ভাঙচুর

গাংনীতে আপন ভাইয়ের হামলায় আহত, বাড়িঘর ভাঙচুর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 51 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তির নাম কালাম হোসেন। তিনি উপজেলার বেতবাড়িয়া পূর্বপাড়ার বাসিন্দা মেসের আলীর ছেলে। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালাম হোসেন অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর (২০২৫) সন্ধ্যায় বসতবাড়ি সংক্রান্ত বিষয়ে তার ভাই লালন হোসেন তাদের বৃদ্ধ পিতা মেসের আলীকে নির্যাতন করতে থাকেন। এ সময় তিনি প্রতিবাদ করলে লালন হোসেন ও তার ছেলে শান্ত দেশীয় অস্ত্র—হাসুয়া, রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি ঘাড়, পিঠ, মেজসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। শান্ত হাসুয়া দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে লালন হোসেন ও তার ছেলে শান্ত বাড়িতে ঢুকে ফ্রিজ, টিভি, শোকেসসহ আসবাবপত্র ভাঙচুর করেন এবং শোকেসে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেছেন কালাম হোসেন।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে তার ভাইয়ের নির্যাতনের কারণে তিনি পরিবার নিয়ে বাড়ি ছাড়া হয়ে আছেন। তবুও এতদিন তিনি সহ্য করে কোনো অভিযোগ করেননি। কিন্তু সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী কালাম হোসেন গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.