Home » গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 25 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক স্যার সহ অত্র কলেজের সকল শিক্ষক কর্মচারী ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ নবীন শিক্ষার্থীরা তাদের নতুন শিক্ষাজীবনের সূচনা করছে। এটি কেবল নতুন একটি ক্লাস নয়; বরং একটি নতুন জীবনের দোরগোড়া। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— জীবনে সফল হতে হলে মেধা, মনোবল ও লক্ষ্য অটুট রাখতে হবে। কেবল বইপড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করতে হবে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খোরশেদ আলী তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের কলেজের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই কলেজের প্রতিটি শিক্ষার্থীই আমাদের গর্ব। তাই তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ইতিবাচক। আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ মানের শিক্ষা ও সহায়তা দিতে।’

গভর্নিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, একাদশ শ্রেণীর এই যাত্রাই মূলত উচ্চ শিক্ষার ভিত্তি। তাই শুরু থেকেই মনোযোগী হতে হবে। মনে রাখবা অন্যের উপরে নির্ভরশীল না হয়ে ভালো লেখাপড়া শেষে চাকুরী করে নিজের উপর নির্ভরশীল হতে হবে।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে মেধা তালিকায় সবার উপরে মেয়েরা তাই তোমরা মেয়ে হিসেবে জন্ম নিয়েছে বলে হতাশ না হয়ে ভালো পড়াশোনা করে আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবা।

বক্তব্য শেষে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধার উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নবীন শিক্ষার্থীদের হাসি-আনন্দ ও নতুন জীবনের স্বপ্নে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.