মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটি গঠনের নিয়ে দ্বন্দ্বের জের ধরে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দেয়া হয়েছে। রবিবার সকালে কলেজ অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করা হয়।
নিয়ম-নীতিকে তােয়াক্কা না করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন কয়েকজন শিক্ষক। তবে একটি সূত্র বলছে, অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। এসময় অধ্যক্ষ খোরশেদ আলীকে কলেজে প্রবেশের ক্ষেত্রেও হুশিয়ারী করেছেন বিএনপির নেতাকর্মীরা।
প্রতিবাদকারীরা জানান, মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এই তিন জন মিলে যাকে সভাপতি মনোনীত করবেন তিনিই সভাপতি হবেন।
এ বিষয়ে গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, আহবায়ক কমিটির বিষয়ে আমার কোন হস্তক্ষেপ নেই। বিএনপি পন্থী কয়েকজন শিক্ষকরা মিলে বিএনপি নেতা জাফর আকবর,সাবেক শিক্ষক নেতা সাহাবউদ্দীন ও গোলাম কিবরিয়ার নাম প্রস্তাব করেন। সে অনুযায়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নাম পাঠানো হয়েছে। আমি কারাের নাম উল্লেখ করে আমি কােন অনুমোদন দিইনি। অনুমােদন দেয়ার কোন সুযোগ নেই।