Home » গাংনী ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

গাংনী ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 12 ভিউ
Print Friendly, PDF & Email

“জ্ঞান আর দক্ষতায় চলো নিজেকে গড়ে তুলি সত্যের পক্ষে, ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে” এই প্রতিপাদকে সামনে রেখে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাংনী সরকারি ডিগ্রী কলেজের হল রুমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী ও শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিবির সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর জেলা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, মেহেরপুর উপজেলা সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ সভাপতি কামরুল ইসলাম নাহিদ, এফডিইবি জেলা সেক্রেটারী ইঞ্জিঃ রাশিদুল ইসলাম বোরহান, গাংনী সরকারী ডিগ্রী কলেজ শিক্ষক মোঃ বায়েজিদ বোস্তামী, মোঃ শাহিদুল ইসলাম ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের উচিত নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখা। সঠিক ক্যারিয়ার পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরবর্তীতে ক্যারিয়ার গাইডলাইন সেশনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.