মেহেরপুরে জেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটের প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।
আজ ১৪ জানুয়ারি গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে ভোটকেন্দ্র পরিদর্শন করা হয় এবং ভোটার সচেতনতা ও আচরণবিধি মেনে চলার বিষয়ে নজরদারি চালানো হয়।
মেহেরপুর পৌরসভার বামনপাড়া, কলেজ মোড়, ওয়াপদা মোড় ও থানাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন মনিটরিং করেন। এ সময় দেওয়াল ও স্থাপনার ওপর দুইটি রাজনৈতিক দলের প্রচার পোস্টার দেখা গেলে তা অপসারণ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা: খাদিজা আকতার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া, জালশুকা ও সানঘাটে মনিটরিং ও গণভোট প্রচারণা পরিচালনা করেন। একইসঙ্গে পোস্টার অপসারণের ব্যবস্থা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বামন্দি ইউনিয়নের তেরাইল, দেবীপুর, রামনগর, বাদিয়াপাড়া ও নিশিপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করেন এবং ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল কবীর নির্বাচনী আচরণবিধি মনিটরিং করেন। ব্যত্যয় দেখা মাত্রই সতর্কবার্তা প্রদান করা হয়, পোস্টার অপসারণ করা হয় এবং দড়িতে ঝোলানো রাজনৈতিক প্রতীক সরিয়ে ফেলা হয়।
জেলা প্রশাসনের তৎপরতায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

