মেহেরপুরের গাংনীতে শত্রুতা করে সেন্টু মিয়া নামের এক কৃষকের ৬ বিঘা জমির ধানের বিচালী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চেংগাড়া গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। কৃষক সেন্টু মিয়া ওই গ্রামের হিসাব উদ্দীনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক সেন্টু মিয়া বলেন, আমার বাড়িতে দুই-তিনটা গরু আছে তাই তাদের খাবারের জন্যই এ সিজনে খুব কষ্ট করে ৬ বিঘা জমির বিচালী রেখেছিলাম। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কয়েক জনের সাথে ধান কাটা-মাড়াই করা নিয়ে ঝামেলা হয়েছে। গতকাল রাত ৯ টার সময়ও তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। প্রতিদিনের মতো রাত সাড়ে ১০ টার দিকে আমি ঘরে শুয়েছিলাম। রাত সাড়ে ১২ টার দিকে বাড়িতে প্রচুর ধোয়া হওয়াতে বাহিরে দেখি বিচালী পালায় আগুন জ্বলছে। প্রতিবেশিসহ বাড়ির লোকজন পানি দিতে থাকি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আর কিছুক্ষণ হলে আমাদের বাড়িঘর সব পুড়ে যেতো।
এছাড়াও মানুষের প্রতি শত্রুতা করে গবাদি পশুর খাবারের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ব্যপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

