Home » কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক গ্রেপ্তার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক গ্রেপ্তার

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 114 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক কাবের আলীকে (২৮) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের সারোয়ার উদ্দিনের ছেলে।

বুধবার বেলা ১১টার সময় র‌্যাব-কুষ্টিয়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় স্থানীয় মক্তব থেকে বাড়ি ফিরছিল ৫ শিশু। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যায় ৩ জন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.