Home » কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল, বিড়ি, সিটি গোল্ড চেইন ও বিষ উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল, বিড়ি, সিটি গোল্ড চেইন ও বিষ উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 34 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল, বিপুল পরিমাণ বিড়ি, সিটি গোল্ড চেইন এবং বিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার ৪২৫ টাকা ধরা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চরচিলমারি বিওপি এলাকায় সীমান্ত পিলার ৮৪/২-এস সংলগ্ন বিশেষ টহল দলের অভিযান চালিয়ে ভারতীয় ৩৩ বোতল মদ এবং ৬ হাজার প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় চিলমারি গ্রামের মো. সোহেল মিয়া (৩০) কে আসামি করা হলেও তিনি পালিয়ে যান। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা

এরপর প্রাগপুর বিওপি থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া আশ্রায়ন বিওপি সংলগ্ন মুন্সিগঞ্জ মাঠ থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল মদ, ৯১৫ প্যাকেট নিশা পাতার বিড়ি, ফসফিডল ও মহাকোয়াট নামক ২ বোতল বিষ, এবং ২৮৮ পিস সিটি গোল্ড চেইন আটক করা হয়। এই মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৬ হাজার ৭২৫ টাকা

রাত সাড়ে ৭টার দিকে জয়পুর বিওপি এলাকায় মহিষকুন্ডির মাঠ থেকে ৪৪০ প্যাকেট বাংলাদেশি ব্র্যান্ডের জাহিদ বিড়ি জব্দ করা হয়, যার মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ২০০ টাকা

বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্য থানায় মামলা দায়েরপূর্বক জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত বিড়ি ও সিটি গোল্ড চেইন কাস্টমসে হস্তান্তর করা হবে। এছাড়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষণের কার্যক্রমও চলছে।

৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.